KING KOHLI STORY

গল্পটা ব্যর্থতা দিয়ে গড়া হলেও
সফলতা যে তার রসদ
সে যে ক্রিকেট পাগলের দেশের ভক্তের ভগবান
সে যে বর্তমান সময়ের শেষ্ঠ।। 😌

পেরিয়েছে দিন, পেরিয়েছে মাস, পেরিয়েছে বছর... পেরিয়েগেছে অনেকটা সময়
অনেক সুখ, দুঃখ, সফলতা, ব্যর্থতা নিয়ে কাল সে ৪০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন বিরাট কোহলি।। 🙂

সেই বিরাট কোহলি ৪০০ তম ম্যাচ খেলতে নামছেন..
যে মানুষটির সফলতার দিনে কোটি কোটি মানুষ পাশে থাকে, আর ব্যর্থতার দিনে শুধু সে বিরাটিয়ান দের পাশে পাই।। 🙂
দল জিতলে যে মানুষটির নাম সবাই ভুলে যাই, কিন্তু দল হারলেই তাকে বলির পাঠা বানিয়ে দেয়.. হ্যাঁ তবুও সে হেরে যায়নি, হাজারো সমালোচনার মাঝেও সে আজ বিশ্ব সেরা। 🙂

কিছু রেকর্ড..
যে অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে চারটি টেস্ট সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন।
যে একটা ওয়ানডে সিরিজে ৫৫৪ রান করে সাউথ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছেন।
যার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাঠিতে প্রথম এশিয়ান ক্যাপ্টেন হিসেবে টেস্ট সিরিজ জিতেছে।
শেষ দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপের "প্লেয়ার অফ দ‍্যা টুর্নামেন্টের" খেতাব জিতেছেন।
যে মানুষটি শেষ ৪ বছর দুহাজারের বেশি আন্তর্জাতিক রান করে আসছেন।
যে মানুষটি শেষ দশ বছরের ৯ বার ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক।। ❤️

না থাক!
আর বাকি গুলো আর নাইবা বললাম
এগুলোই যথেষ্ট
তার রেকর্ডের কথা বলতে গেলে নিজেই ক্লান্ত হয়ে পড়বো
তবুও শেষ হবে না।। 😌

হ্যাঁ সেই ভগবান বিরাট কোহলি কাল ৪০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন।। ❤️

তোমার এক পাগল ভক্ত হয়ে এটাই চাই..
তুমি এইভাবেই এগিয়ে যাও
তোমার স্বপ্ন পূরণ করো
দেশের নাম বিশ্বের দরবারে উজ্বল করো
আর আমাদের ক্লাসিক ব্যাটিং উপহার দাও।। 🙏❤️

No comments:

ads
Powered by Blogger.