KING OF WORLD CRICKET

একরাশ হতাশা নিয়ে আইপিএল ট্রফিটাও চিৎকার করে বলে উঠে "বিরাট তোমায় যদি ছুঁতে পেতাম" 🙂

আইপিএল ট্রফিটা এখনো বিশ্বের সেরা ব্যাটম্যানের হাতের ছোঁয়া পায়নি ..💔

আইপিএল ট্রফিটা এখনো বর্তমান ভারত অধিনায়কের ছোঁয়া পায়নি..💔

আইপিএল ট্রফিটা এখনো ক্রিকেটের রাজার ছোঁয়া পায়নি..💔

আইপিএল ট্রফিটা এখনো কিং অফ আইপিএল বিরাট কোহলির ছোঁয়া পায়নি 💔
আইপিএল ট্রফিটা এখনো সেই মানুষটির ছোঁয়া পাইনি যে ১২ টা বছর একটা দলের জন্য বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে..💔

আইপিএল ট্রফিটা এখনো একটা আইপিএল সেশনে ৯৭৩ রান করে ইতিহাস গড়া মানুষটির ছোঁয়া পায়নি..💔

আইপিএল ট্রফিটা এখনো সেই মানুষটির ছোঁয়া পাইনি যার হাতে ট্রফি দেখার জন্য হাজার হাজার ক্রিকেট পাগল নীরবে চোখের জল ফেলেছে 💔

আইপিএল ট্রফিটা এখনো সেই মানুষটির ছোঁয়া পাইনি যে মানুটাটির জন্য বর্তমানে ভারতীয় ক্রিকেট এত জনপ্রিয় 💔

হ্যাঁ আইপিএল ট্রফি টার এখনো ভাগ্য হয়নি বিরাটের ছোঁয়া পাওয়ার..💔

যে বিশ্ব ক্রিকেটেকে শাসন করছে
যার ব্যাটিংয়ের জাদুতে বিশ্ব ক্রিকেট মুগ্ধ
যার আগ্রাসনে বিরোধী দলের বুক কাপে
যার কভার ড্রাইভ দেখে বোলার হাত তালি দেয়
যার বিজয়রথ দেখে বিরোধী টিমের কাছে বিরাট নামটা আতঙ্ক
যার জন্য কোটি কোটি মানুষ ক্রিকেট নিয়ে পাগলামি করে
যার জন্য ভারতবাসী গর্ব করে। 🙂

হ্যাঁ ওই মানুষটিকেও একটা আইপিএল ট্রফির জন্য চোখের জল ফেলতে হয়। 🙂
হ্যাঁ ওই মানুষটিকেও এক বুক হতাশা নিয়ে চোখ মুছতে মুছতে মাঠ ছাড়তে হয়।🙂
হ্যাঁ ওই মানুষটিকেও একটা আইপিএল ট্রফির জন্য কিছু সমালোচক সমালোচনা করে, এবং তাকে বিচার করে 🙂
হ্যাঁ একটা আইপিএল ট্রফির জন্য তার নাম দিয়েছে "অপয়া" 🙂

যেদিন "বিরাট" আইপিএল ট্রফিটার ছোঁয়া পাবে..
সেদিন আইপিএল ট্রফিটাও ধন্য হবে, গর্ব করে বলবে.. ক্রিকেটের রাজার ছোঁয়া পেয়েছি, আমি বিরাট কোহলির ছোঁয়া পেয়েছি 🙂

আর সেদিন তাঁর ভক্ত রা চোখে জল নিয়ে বলবে... গুরুদেব পেরেছে তার স্বপ্ন পূরণ করতে, বৃথা যেতে দেয়নি আমাদের ভালোবাসা 🙂..

No comments:

ads
Powered by Blogger.