WC SEMI FINAL LOSS VS NZ
ছবিগুলো বোধহয় ক্ষণে ক্ষণে আমাদের কান্নার সৃষ্টি করছে😔😔
আমরা শুধু ঘরে বসে হা-হুতাশ করছি একবার এদের কথাটা ভেবে দেখুন 🙂🙂
আর কিছু কিছু ক্রিকেট বিশেষজ্ঞ 2 টাকার ইন্টারনেটের সাহায্যে এদের গা এ কাদা ছেটাচ্ছে🙂🙂
এই তো আসল ভারতবর্ষকে খুঁজে পেয়েছি🙂🙂
কেউ বলছে-- " রোহিতের কোনো দায়িত্ব আছে? এরকম খেলে চলে গেল ।"
তো কেউ বলছে--- " বিরাট নং 1 ব্যাটসম্যান, নিজেকে সুপারস্টার ভাবতে শুরু করেছে, কি বাজে ক্যাপ্টেন " "খেলা ছেড়ে দিক, দলে থাকলে কোনো দিন কাপ পাবে না" "ক্যাপ্টেন্সি ছেড়ে দিক, অপয়া ।"
তো কারোর মুখে-- " ধোনীর আর ক্ষমতা নেই, বুড়ো হয়েছে তো " "খেলা ছেরে দিক" ।
আজ একবার প্রশ্ন করবেন তো এতো ক্রিকেটীয় নলেজ নিয়ে আপনি জীবনে কি করলেন🙂🙂
সেই তো বাড়িতে বসে ফেবুতে উল্টোপাল্টা কথা 🙂🙂
ওদের যোগ্যতাই আগে যান তারপর এই মানুষগুলোকে বিচার করবেন🙂🙂
আর এরপর থেকে যখন বাংলাদেশ আমাদের ট্রল করবে তখন চুপচাপ দেখবেন,
প্রতিবাদ করে যেন আপনাদের বলতে না শুনি -- " ছি!! নোংরা ফ্যানবেস। "
কারন আপনারা তাদের থেকেও নোংরা 🙂
ওরা আর যাইহোক ওদের নিজেদের মানুষগুলোকে সম্মান করে আর আপনারা কি করলেন!!🙂
যাইহোক,
এই ভারতীয় ক্রিকেট দলটা বড্ড ভালোবাসার💙💙🇮🇳
জেতারদিন তোমাদের সাথে আনন্দে মেতেছি ঠিক আজ ও তোমাদের দুঃখে সামিল আমরাও🙂
কষ্ট পেওনা, ভেঙে পড়োনা🙂
খারাপের পর ভালো দিন ঠিক আসবে🙂🙂
সূর্যাস্তের পর সূর্যদয় ঠিক হবেই😊।
তোমাদের ভালবেসেছি মরণ অবধি তোমাদেরই ভালবাসব💙💙
সরি, বহুরূপী ভারতীয় ফ্যান,
তোমাদের মতো নোংরামো করতে পারলামনা🙂🙂😊😊।
No comments: